Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অষ্টগ্রাম উপজেলা একটি হাওড় বেষ্টিত যোগাযোগ বিছিন্ন উপজেলা। যার অবস্থান ২৪-১র্৬র্  অক্ষাংশ ্ওবং ৯১-০র্৭র্  পূর্ব দ্রাঘিমাংশে। অষ্টগ্রামের উত্তরে কিশোরগঞ্জ জেলার মিঠামইন ও ইটনা, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলা ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলি উপজেলা।

উপজেলার পটভূমি:
    
অষ্টগ্রাম পূর্বনাম আটগাঁও। জেম্স রেনেলের মানচিত্রে ‘‘আটগাঁও বলে কথিত। লোকায়ত নামের সংস্কৃতায়ন ঘটেছে যা ব্যুৎপত্তিগতভাবে লক্ষ্য করা যায়। এই পরিমার্জনটি আধুনিককালের ডঃ দীনেশ চন্দ্র সেনের ময়মনসিংহ লিটারেরী মানচিত্রে অষ্টগ্রাম নামটি উল্লেখিত আছে। এই মানচিত্র কোলকাতা বিশ্ববিদ্যালয় হতে ১৯২৩ সালে প্রকাশিত। কবে থেকে আটগাঁও অষ্টগ্রাম হয়ে গেছে তা সঠিকভাবে বলা মুশকিল। কিন্তু লৌকিকভাবে আটগাঁও কথাটির প্রচলন এখনও আছে। কোন হিন্দু রাজা বা জমিদারের আমলে ‘‘আটগাঁও’’ অষ্টগ্রামে পরিবর্তিত হয় বলে মনে হয়।

অষ্টগ্রাম নামকরণের পেছনে তিনটি মতবাদ প্রচলিত আছে একটি হলো- আটটি গ্রাম নিয়ে গঠিত বলে এই জনপদের নাম অষ্টগ্রাম রাখা হয়। এই আটটি গ্রামের নাম- ১। অষ্টগ্রাম, ২। আসিয়া, ৩। দুবাই ভাটেরা, ৪। নরসিংহ পূর্ববাদ, ৫। খাসাল, ৬। বীরগাঁও, ৭।বত্রিশগাঁও ও ৮। বারে চর। বর্তমানে এগুলো মৌজা হিসাবে পরিগণিত। দ্বিতীয় ধারণাটি এই যে, খ্রীষ্টীয় দ্বাদশ শতকে বঙ্গাধিপতি বল্লাল সেনের কৌলিন্য প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে বল্লাল সেনের অধিসামন্ত অনন্ত দত্ত অষ্টগ্রামের কাস্তুল নামক স্থানে বসতি স্থাপন করেন। অনন্ত দত্তের সংগে তাঁর গুরু শ্রী কন্ঠদ্বিজ এবং অনুচরবর্গ অষ্টগ্রামে আসেন। এরা এখানকার আটটি গ্রামে বসতি স্থাপন করেন বলে অষ্টগ্রাম নামের উৎপত্তি। তৃতীয় মতটি এই যে, হযরত শাহ জালাল (রঃ) এর সঙ্গীয় আটজন আউলিয়া অষ্টগ্রামে এসেছিলেন। তাই অষ্টগ্রামকে আট আউলিয়ার গাঁও বা আটগাঁও বলা হয়।